আপনজন ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রের ডিপোতে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে জানানো হয়, বাশার আল-আসাদের পতনের পর গরিব ও নিম্ন শ্রেণির অনেক মানুষ বিক্রয়যোগ্য ধাতুর সন্ধানে সামরিক স্থাপনাগুলোতে ঢুকে পড়েছিল। এই বিস্ফেরণে তাদের মধ্যে কেউ কেউ নিহত হতে পারেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আদ্রার শিল্প এলাকায় এ বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী এখানে ‘হামলা’ চালিয়েছে।
তবে ইসরায়েলের একটি সামরিক সূত্র বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী এই এলাকায় কোনো হামলা চালায়নি। সূত্র বলেছে, ‘আমরা এই এলাকায় আইডিএফের (সেনাবাহিনী) হামলার বিষয়ে অবগত নই। আইডিএফ এই এলাকায় কোনও হামলা চালায়নি।’
নাম প্রকাশে অনিচ্ছিুক একজন কর্মকর্তা বলেন, ‘কোথায় থেকে হামলা হয়েছে আমরা জানি না। হঠাৎ বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। কত মানুষ হতাহত হয়েছে বলা কঠিন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct