আপনজন ডেস্ক: শুক্রবার ফতেপুর জেলার বেহলোপুর আলাই গ্রামের ৪৭ বছর বয়সি এক দলিত ব্যক্তিকে ‘একদল বাসিন্দাকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করার’ চেষ্টার অভিযোগে মারধর ও মাথা মুণ্ডন করে ঘোরানো হয়।
শিবদন নামে ওই ব্যক্তির অভিযোগ, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য তাকে উচিত শিক্ষা দিতেই উচ্চবর্ণের দুষ্কৃতীরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। দু’বছর আগে গ্রেফতার হওয়া ধর্মান্তর বিরোধী আইনের একটি মামলায় জামিনে রয়েছেন তিনি। তবে শিবদনের অভিযোগের ভিত্তিতে ফতেপুর পুলিশ রোহিত দীক্ষিত, লাভলেশ সিং এবং সোমকরণ-সহ বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। অভিযুক্ত তিনজনই বজরং দলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। রোহিত দীক্ষিতের অভিযোগের ভিত্তিতে পুলিশ শিবদন ও আরও তিনজনের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর, শিবদনের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার অভিযোগ তুলেছে কিছু গ্রামবাসী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct