আপনজন ডেস্ক: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী, তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ১৫ লক্ষ টাকা নিয়ে সবচেয়ে গরিব। রিপোর্টে বলা হয়েছে, রাজ্য বিধানসভা ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে মুখ্যমন্ত্রীর গড় সম্পত্তির পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। যেখানে ২০২৩-২০২৪ সালে ভারতের মাথাপিছু মোট ন্যাশনাল ইনকাম বা এনএনআই ছিল প্রায় ১,৮৫,৮৫৪ টাকা, সেখানে একজন মুখ্যমন্ত্রীর গড় স্ব-আয় ১৩,৬৪,৩১০ টাকা, যা ভারতের গড় মাথাপিছু আয়ের প্রায় ৭.৩ গুণ। ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১,৬৩০ কোটি টাকা।
অরুণাচল প্রদেশের পেমা খান্ডু ৩৩২ কোটি টাকার বেশি সম্পত্তি নিয়ে দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী, কর্ণাটকের সিদ্দারামাইয়া ৫১ কোটি টাকারও বেশি সম্পত্তি নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা, তিনি ১.১৮ কোটি টাকা নিয়ে তালিকার দ্বিতীয় দরিদ্রতম এবং পিনারাই বিজয়ন তৃতীয় স্থানে রয়েছেন। মিঃ খান্ডুর সবচেয়ে বেশি দায়বদ্ধতা রয়েছে ১৮০ কোটি। সিদ্দারামাইয়ার দায়বদ্ধতা ২৩ কোটি টাকা এবং নাইডুর ১০ কোটি টাকারও বেশি।
১৩ জন (৪২ শতাংশ) মুখ্যমন্ত্রী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে বলে ঘোষণা দিয়েছেন, ১০ জন (৩২ শতাংশ) খুনের চেষ্টা, অপহরণ, ঘুষ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের মতো গুরুতর ফৌজদারি মামলা ঘোষণা করেছেন। ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে মাত্র দু’জন মহিলা মুখ্যমন্ত্রী— পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির অতিশী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct