সুভাষ চন্দ্র দাশ , ক্যানিং, আপনজন: পাড়ার মধ্যে মদ বিক্রি,প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো মদ বিক্রেতা ও তার সাঙ্গপাঙ্গোদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৭ জন।রবিবার সকালে ঘটনা টি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া পঞ্চায়েতের ৭ নম্বর ধুঁড়ি এলাকায়।ঘটনায় গুরুতর জখম আঞ্জু সেখ বিবি,আজিমন বিবি নাইয়া,আবুতালেব নাইয়া,আলিমস নাইয়া,রাইহান সেখ,মহিবুল্লা নাইয়া ওকারিবুল্লা নাইয়া’রাক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সুত্রে জানা গিয়েছে ধুঁড়ি ৭ নম্বর গ্রামের মহিলা আমিরন খাঁ। বাড়িতেই মদ বিক্রি করেন।অভিযোগ সেই মদ কিনতে বহিরাগতরাও ভিড় জমায়। রাত বারোটা একটা পর্যন্ত মদপ্যরা যাতায়াত করে। অভিযোগ অশ্লীল ভাষায় গালিগালাজও করে।এলাকার পরিবেশ নষ্ট হওয়া শনিবার রাতে প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দা আবুতালেব নাইয়া ও তার পরিবারের লোকজন।সেই সময় মারামারি হয়।অভিযোগ রবিবার সকালে মদ বিক্রেতা আমিরন খাঁয়ের নেতৃত্বে ১০-১২ জন যুবক চড়াও হয় প্রতিবাদীর বাড়িতে।ভাঙচুর চালায় বাড়িঘর।আবুতালেব সহ বাড়ির মহিলাদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় ৭ জন। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।অন্যদিকে সাতসকালে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct