সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: শুধু ব্লক বা জেলা নয় গোটা রাজ্যেই এক অন্যতম নজির গড়লো মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের পোল্লাডাঙ্গা আদর্শ শিক্ষা নিকেতন (মক্তব)। এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন এই মক্তব কমিটি যা গোটা রাজ্যের মধ্যে অন্যতম। নার্সারি শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসের কোন ছাত্র-ছাত্রী যদি ২০২৪ শিক্ষা বর্ষে ১০০ শতাংশ স্কুলে উপস্থিত থাকে তাহলে তাদের সকলকে মক্তবের পক্ষ থেকে একটি করে সাইকেল উপহার দেওয়া হবে। মক্তবের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৮০ জন। তাদের মধ্যে ৪৩ জন ছাত্র-ছাত্রী ১০০% স্কুলে উপস্থিতি ছিল। তিন দিন ধরে বার্ষিক তারার মহল অনুষ্ঠান চলে মক্তব প্রাঙ্গণে। রবিবার সন্ধ্যায় শেষ দিন ছিল, আর এই শেষ দিনে বিশেষ অতিথিদের উপস্থিতিতে স্কুলের ৪৩ জন ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন পাশাপাশি একটি সার্টিফিকেট দেওয়া হয় পড়ুয়াদের।
তিন দিনের তারার মহল অনুষ্ঠানের প্রথম দিনে ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পাশাপশি মক্তব প্রাঙ্গণে একঝাঁক প্রতিযোগিতা মূলক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম,ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ওয়াসিম রেজা,রাজ্য এস আই ও সভাপতি,সাইদ বি এস আল মামুন,ফরিদপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান সাকিলা বেগম, সহ এলাকার জনপ্রতিনিধিগণ, বিশিষ্ট ব্যক্তি বর্গের পাশাপাশি মক্তবের সকল শিক্ষক-শিক্ষিকাগণ এবং মক্তব কমিটির ও পোল্লাডাঙ্গা জুম্মা মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যগণ। মক্তবের উদ্যোগে খুশি পড়ুয়াদের অভিভাবকেরা।
তিন দিনের এই তারার মহল যেনো এলাকায় খুশির ঈদ ছিল এমনটাই দেখা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct