আমীরুল ইসলাম , বোলপুর, আপনজন: রবিবার বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে ৫২০ জন সদস্যকে নিয়ে জেলা কমিটির বৈঠক হয়। জেলা কমিটি বৈঠক শেষে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি জানান এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বোলপুর দলীয় কার্যালয় অনুব্রত মণ্ডল ও কাজল শেখ কে পাশাপাশি দেখা গেল। আড়াই বছর পর অনুব্রত মণ্ডলের নেতৃত্বে জেলা কমিটির বৈঠক হয়। এর আগে দুবার কোর কমিটির বৈঠক হয়েছিল।
কিন্তু এইবার ৫২০ জন সদস্যকে নিয়ে জেলা কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডল আরো জানান আগামী বছর ২০২৫ এ ১লা জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি দলীয় সমস্ত কর্মসূচি সফল করতে হবে। এছাড়াও যে সকল বুথে আমরা হেরে আছি দলীয় কর্মীদের নিয়ে পর্যালোচনা করার বার্তা দেন। অনুব্রত মণ্ডল জানান প্রত্যেকটি অঞ্চলে দশজন করে লোককে ডেকে জিজ্ঞাসা করা হবে কেন আমরা হারলাম তার পর্যালোচনা করতে হবে। যে সমস্ত বুথগুলো হেরে আছে সেগুলি খতিয়ে দেখতে হবে। এই পর্যালোচনা ৩০ শে জানুয়ারি পর থেকে শুরু হবে। তিনি আরো জানান বোলপুর ,রামপুরহাট, সিউড়ি এই তিনটি পৌরসভায় আমরা হেরে আছি সেটাও খতিয়ে হবে। তিনি এও বলেন দলের যে সমস্যা আছে তা এক মাসের মধ্যে সব মিটে যাবে। ১৪ টি বিধানসভায় আগাম জিতার কথা বলেন অনুব্রত মণ্ডল। এই জেলা কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ , লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct