নিজস্ব প্রতিবেদক, আমতা, আপনজন: আমতা বিধানসভা কেন্দ্র যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার বাকসিহাট অঞ্চলের কাজীবেড়িয়াতে ভারত রত্ন, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর তথা প্রখ্যাত অর্থনীতিবিদ প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর স্মৃতির প্রতি এক শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্র যুব কংগ্রেসের সভাপতি কাজী আবু আসলাম (সাদা), কংগ্রেসের অন্যতম নেতা সেখ সফিকুল, যুব-কংগ্রেসের নেতা সেখ আনিসুর, কাজী সারমান, আরেফুল হাজরা, আব্দুল রহমান, সেখ আসফাক আহমেদ, সেবাদলের পক্ষে অচিন্ত্য কর্মকার, কমলকান্তি মল্লিক, নাগরিক সমাজের পক্ষে সুকান্ত দাস, সৌরভ মজুমদার সহ প্রায় ৫০জন জাতীয় কংগ্রেসের নেতা-কর্মীবৃন্দ। উল্লেখ্য ড. মনমোহন সিং জীর সন্মন্ধে বক্তব্য দেওয়া হয় এবং ১মিনিট নিরাবতা পালন করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct