সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: দেশসহ সমস্ত দেশের সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে এবং সর্বনাশা কৃষক বিরোধী কর্পোরেশন মুখি নীতি ও শ্রমজীবী মানুষের উপর আক্রমণের বিরুদ্ধে ডাক দিয়ে একটা মহা মিছিল সংগঠিত হয় শনিবার সিপিআইএম বীরভূম জেলা ২৪ তম সম্মেলন সফল করার লক্ষ্যে। মিছিলটি সিউড়ি বেনীমাধব মোড় থেকে শুরু হয়ে ইনডোর স্টেডিয়ামে শেষ হয়। সিপিএমের বীরভূম জেলা ২৪ তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২৮ ও ২৯ ডিসেম্বর সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে। ব্রজ মুখার্জি ও দিলীপ গাঙ্গুলী নগর এবং মতিউর রহমান,অরুণ মিত্র ও শেখ ইসলাম এর নামে মঞ্চের নামকরণ করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএমের বর্ষীয়ান নেতৃত্ব গোকুল ঘোষ।দুইদিনের সম্মেলনের সূচনা করেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষ। ২৪ তম জেলা সম্মেলন উপলক্ষে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অভ্যর্থনা কমিটির সভাপতি অধ্যাপক শুভেন্দু ঘোষ, সিপিআইএম পলিটব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম। রাজনৈতিক সাংগঠনিক খসড়া প্রতিবেদন পেশ করেন বিদায়ী জেলা কমিটির সম্পাদক গৌতম ঘোষ। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার চল্লিশজনের জেলা কমিটি ঘোষণা করা হয় এবং দুইজনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে বলে জানা যায়। এদিন সর্বসম্মতিক্রমে পুনরায় সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হন গৌতম ঘোষ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct