সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: কংগ্রেস নেতার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ। মুর্শিদাবাদ থানার নূতনগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পুরনো কারবালার পাশে বনদপ্তরের অনুমতি নিয়ে সাতটি আমগাছ কাটার কথা ছিল। কিন্তু পরে আরও অতিরিক্ত ১২ টি আমগাছ কাটার অভিযোগে একটি জেসিবি আটক করল বনদপ্তর। বন দপ্তরের বহরমপুর উত্তর রেঞ্জ আধিকারিক সপ্তমী সরকার বলেন, ‘অনুমতির চাইতে অতিরিক্ত গাছ কাটা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রমাণ লোপাটের জন্য জেসিবি দিয়ে অতিরিক্ত কাঁটা গাছের গোড়া তুলে ফেলে তার উপরে মাটি বিছিয়ে দেওয়া হয়েছিল। অতিরিক্ত কাঁটা গাছগুলির গুঁড়িসহ সমস্ত ডালপালা রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। বাগান থেকে একটি জেসিবি আটক করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২০২১ সালে কংগ্রেসের প্রতীকে মুর্শিদাবাদ বিধানসভা থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন নিয়াজুদ্দিন শেখ। বর্তমানে তিনি লালবাগ মহকুমা কংগ্রেসের সাধারণ সম্পাদক। তার স্ত্রী মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যা। এ বিষয়ে অভিযোগ স্বীকার করে কংগ্রেস নেতা নিয়াজুদ্দিন শেখ বলেন, ‘বনদপ্তর থেকে সাতটি আমগাছ কাঁটার অনুমতি নিয়েছিলাম। আমি বিশেষ কাজে বাইরে ছিলাম, শ্রমিকরা ভুলবশত অতিরিক্ত গাছ কেটে ফেলেছে।’ যদিও এই বিষয়ে তৃণমূল নেতা ইন্দ্রজিৎ ধরের অভিযোগ, ‘কিছুদিন আগে যারা গাছ কাটার অভিযোগ তুলে তৃণমূলকে দোষারোপ করছিল, যেখানে তৃণমূল কোন ভাবে জড়িত নয়। তারাই এখন গাছ কেটে প্রকৃতি ধ্বংস করতে ব্যস্ত। আশাকরি প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘বিষয়টি জানিনা, খোঁজ নিয়ে দেখছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct