আসিফ রনি , বহরমপুর, আপনজন: গভীর রাতে বহরমপুর শহরে চলল গলি। বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠল। শনিবার রাত্রের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে দুষ্কৃতীরা। কে বা কারা কী উদ্দেশে এই ঘটনা ঘটাল তা স্পষ্ট নয়। তবে তৃণমূল নেতার সন্দেহে ঘটনার নেপথ্যে বিরোধীরা রয়েছে। জানা যায় যুব তৃণমূলের নেতা পাপাই ঘোষ রাত্রে চার চাকা করে রিংরোড হয়ে বাড়ি ফেরার পথে বালোপাড়া বাম্পার ক্রস করার পর হঠাৎ তার গাড়ির পিছনে দুষ্কৃতীরা গুলি করে ,সেই সময় পাপাই ঘোষ তার আরেক বন্ধু নিয়ে গাড়িতে করে যাচ্ছিল। দুষ্কৃতীদের ছোড়া গুলি গাড়িতে আঘাত করলে পাপাই তার গাড়ির চালককে জোরে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে বলে, সেই সময় আবার সামনে থেকে গাড়িতে গাড়ি লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে দুষ্কৃতীরা।
কে বা কারা ওই ধরনের ঘটনা ঘটাল, তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে পাপাই ঘোষ জানান, তিনি রাজনীতি করেন। বিরোধীরা কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকতেই পারেন। এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করলেই দুষ্কৃতীরা ধরা পড়বে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর পুরসভার ৪ নং ওয়ার্ডে।
অন্যদিকে এ ঘটনায় বহরমপুর পৌরসভার পৌর পিতা নাড়ুগোপাল মুখার্জি আঙুল তোলেন কংগ্রেসের দিকে। অপরদিকে এ ঘটনা নিয়ে কংগ্রেস নেতৃত্ব তৃনমূলের গোষ্ঠী কোন্দল বলেই ব্যাখ্যা দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct