নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদের ফারাক্কায় এবার ভুয়ো আরপিএফ গ্রেপ্তার। ফরাক্কার নিশিন্দ্রা কলোনি এলাকা থেকে বিষ্ণু দাস নামে এক ভুয়ো আরপিএফকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত বিষ্ণু দাসের বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ঠাকুরপাড়া এলাকায়। অভিযোগ, রবিবার সকালে এক অচেনা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরেকে ধরে টানা হ্যাচড়া করতে থাকে। কিন্তু, কিছুতেই যেতে চাইছিল না ওই ভবঘুরে। ঘটনা চোখে পড়ে এলাকার বেশ কিছু স্থানীয় বাসিন্দার। সন্দেহ হওয়ায় তাঁরা লোকটিকে ডেকে ব্যাপার সম্পর্কে জানতেও চান। তিনি নিজেকে আরপিএফ বলেও পরিচয় দেন। যদিও তাঁর সমাগ্রিক কথায় অসঙ্গতি দেখা যাওয়ায় খবর দেওয়া হয় ফারাক্কা থানার পুলিশকে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ফারাক্কা থানায় নিয়ে যাওয়া হয়। যদিও আরপিএফ এর পরিচয় দিতে পারেনি বিষ্ণু দাস। ওই ব্যক্তি ভুয়ো আরপিএফ এর পরিচয় দিচ্ছিল বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখিয়ে ফরাক্কা থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct