আসিফ রনি, নবগ্রাম, আপনজন: ব্রাহ্মণী নদীতে বাঁশের অস্থায়ী সেতু ভেঙে বিপত্তি, আহত একাধিক।
মুর্শিদাবাদের নবগ্রামের জাফরপুর এলাকায় ব্রাহ্মণী নদীতে যাতায়াতের জন্য নির্মাণ হয়েছিল অস্থায়ী বাঁশের সেতু। রবিবার দুপুরে সেই বাঁশের সেতু দিয়ে চার চাকার গাড়ি পার হতে গিয়ে ঘটে বিপত্তি। আচমকায় ভেঙে পড়ে বাঁশের অস্থায়ী সেতু, এবং নদীতে পড়ে যাই চার চাকা গাড়ি। নদীতে জল কম থাকায় মাটিতেই পড়ে যায় গাড়িটি ফলে গুরুতর আহত হয় চালকসহ মোট চারজন। স্থানীয় তৎপরতায় তাদেরকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে খবর যাতায়াতের জন্য এলাকায় কোন ব্রিজ না থাকায় অস্থায়ী বাঁশের সেতু টি নির্মাণ করে সাধারণ মানুষ। বাঁশ এবং জিআই তার দিয়েই মূলত তৈরি করা হয়। অভিযোগ সাধারণ মানুষের যাতায়াতের জন্য তৈরি হলেও অসাধু উপায়ে গাড়ি পার করানো হচ্ছিল। আর চার চাকার গাড়ি পার হতে গিয়েই ঘটে বিপত্তি।
এলাকাবাসীর দাবি এলাকার মানুষের যাতায়াতের প্রধান এই পথ এটি, সরকারিভাবে যদি পাকাপোক্তা ভাবে ব্রিজ করা যায় তবে সাধারণ মানুষের উপকার হবে। সরকারিভাবে ব্রিজ করার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct