আপনজন ডেস্ক: দিনের শেষ বল। বোলার যশপ্রীত বুমরা, এরই মধ্যে যাঁর ঝুলিতে ৪ উইকেট। হাতের বলটাও নতুন, মাত্রই নেওয়া হয়েছে। আর ব্যাটিংয়ে নাথান লায়ন, অস্ট্রেলিয়ার ১০ নম্বর ব্যাটসম্যান। দ্বিধাগ্রস্ত হয়ে ব্যাট বাড়ালেন লায়ন, বল ব্যাটের কানায় লেখে তৃতীয় স্লিপের পাশ দিয়ে চলে গেল বাউন্ডারিতে। হতাশায়, আক্ষেপে আর অসহায়ত্বে মাথা নিচু করে হাঁটুতে দু হাত রাখলেন বুমরা। ইস! একটুর জন্য...।
দিনের শেষ বলের পর বুমরার প্রতিক্রিয়া আসলে ভারতের সারা দিনের প্রতিচ্ছবি। ম্যাচ নাগালেই থাকা, কিন্তু একটুর জন্য সেটা আবার ফসকে যাওয়া। মেলবোর্ন টেস্ট ভারতের নাগাল থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, সেটি এখনই বলা যাবে না। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে চলে গেছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২৮ রান নিয়ে দিন শেষ করা স্বাগতিকেরা এখন ৩৩৩ রানে এগিয়ে। আগামীকাল শেষ দিনে অস্ট্রেলিয়া যদি আর কোনো রান নাও যোগ করে, রান তাড়ায় ভারতকে বড় চ্যালেঞ্জেরই মুখোমুখি হতে হবে।
অস্ট্রেলিয়ার লিড ৩০০ রানের কমে আটকে রাখার যথেষ্টই সম্ভাবনা তৈরি করেছিল ভারত। নবম ব্যাটসম্যান হিসেবে প্যাট কামিন্স যখন আউট হন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের রান ১৭৩। যা প্রথম ইনিংসের ১০৫ রানের লিডসহ ২৭৮।
কিন্তু দশম উইকেট–জুটিতে লায়ন ও স্কট বোল্যান্ড রোহিত শর্মার দলকে রীতিমতো যন্ত্রণাই দিয়েছে। বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপরা দুজনের কাউকে আউট তো করতে পারেনইনি, উল্টো রানও বের হয়ে গেছে অনেক।
অপরাজিত থেকে মাঠ ছেড়ে যাওয়া লায়ন–বোল্যান্ড জুটি ১৭.৫ বল টিকে থেকে যোগ করেছে ৫৫ রান। দিনের শেষ ওভারে বুমরাকে দুটি চার মারা লায়ন অপরাজিত ৫৪ বলে ৪১ রানে। অপরপ্রান্তে থাকা বোল্যান্ড রান করেছেন মাত্র ১০, কিন্তু খেলেছেন মূল্যবান ৬৫ বল।
এর আগে ভারতকে আরেক দফায় ভুগিয়েছেন মারনাস লাবুশেন ও কামিন্স। বুমরা ও সিরাজের তোপে পড়ে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৮০ থেকে দ্রুতই ৬ উইকেটে ৯১ রানে পরিণত হয়েছিল।
সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে লাবুশেন–কামিন্স গড়ে তোলেন ৫৭ রানের জুটি। অবশ্য জয়সোয়াল স্লিপে লাবুশেন আর ফরোয়ার্ড শর্টে কামিন্সের ক্যাচ না ফেললে জুটি থেমে যেত বেশ আগেই। ভারতের কাঁটা হয়ে থাকা জুটিটা ভাঙে সিরাজের বলে লাবুশেনের আউটে (১৩৯ বলে ৭০)। এরপর মিচেল স্টার্ক রানআউট আর কামিন্স জাদেজার বলে ফিরলে অস্ট্রেলিয়াকে দুই শ রানের আগেই থামানোর সুযোগ আসে ভারতের। কিন্তু লায়ন–বোল্যান্ডরা সেটা হতে দিলেন কই?
বরং ভারতের সামনে এখন পর্বতারোহণের চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া আগামীকাল সকালে কোনো রান না করলেও এমসিজির রেকর্ড রান তাড়া করতে হবে রোহিত–কোহলিদের। মেলবোর্নে চতুর্থ ইনিংসে কোনো দল সর্বোচ্চ তাড়া করতে পেরেছে ৩৩২ রান, ১৯২৮ সালে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২২৮/৯ (লাবুশেন ৭০, লায়ন ৪১*, কামিন্স ৪১; বুমরা ৪/৫৬, সিরাজ ৩/৬৬)। ভারত: প্রথম ইনিংসে ৩৬৯ (নীতীশ ১১৪, জয়সোয়াল ৮২, সুন্দর ৫০; বোল্যান্ড ৩/৫৭, কামিন্স ৩/৮৯, লায়ন ৩/৯৬)। *অস্ট্রেলিয়া ৩৩৩ রানে এগিয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct