এই মুহূর্তে বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, তা একযোগে সবাই মেনে নিয়েছেন। তাঁর সঙ্গে তুলনা করা যেতে পারে স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ানসন। তার মধ্যে স্মিথই বলেছেন, 'ক্রিকেটের সব রানের রেকর্ড কোহলিই ভাঙবেন।' যদিও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রাজ্জাক মনে করেন, কোহলির চেয়েও অনেক ভালো ব্যাটসম্যান নাকি পাকিস্তানে পড়ে আছে। বেশ কিছুদিন আগে এই রাজ্জাক বিশ্বের এক নম্বর বোলার যশপ্রীত বুমরাকে একজন সাধারণ মানের বোলার বলে অভিহিত করেছিলেন। তাঁর ধারণা আইপিএলের চেয়ে পাকিস্তান সুপার লিগ ভালো। এবার তিনি বলেছেন, ' কোহলি ভালো ক্রিকেটার, তাতে সন্দেহ নেই। কিন্তু পাকিস্তানে এমন অনেক ব্যাটসম্যান আছে যারা ভারত অধিনায়ক কোহলির চেয়ে বহুগুণে এগিয়ে। ' রাজ্জাক আরও বলেন, ‘কোহলি খুবই দারুণ খেলোয়াড়। কিন্তু সে ভাগ্যবান যে বিসিসিআই তাকে এত সমর্থন করে যাচ্ছে। এতে একটা ক্রিকেটারের আত্মবিশ্বাস জোগায়। যে কোনো খেলোয়াড়ের ভালো করার জন্য এটা দরকার। বোর্ডের কাছ থেকে সে যে সম্মান পায় সেটাই ওকে সব সময় ভালো করার অনুপ্রেরণা দেয়। আর এর ফলে কী হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে।' শেষমেশ রাজ্জাক চমকে দিয়ে বলে দিলেন, 'আমি যদিও বিশ্বাস করি পাকিস্তানেও এমন অনেক খেলোয়াড় আছে যারা বিরাট কোহলির চেয়েও ভালো হতে পারবে। কিন্তু আমাদের খেলোয়াড় নির্বাচন পদ্ধতিতে ওরা অবহেলিত। এটাই দুঃখের বিষয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct