আপনজন ডেস্ক: আজ সোমবার সন্দেশখালিতে প্রশাসনিক সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তার আগে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের মহড়া হয়। সন্দেশখালির হ্যালিপ্যাড থেকে শুরু করে যে মাঠে তার সভা হবে সেই কর্ণখালীর মিশন মাঠে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রশাসনিক কর্তারা। গোটা সন্দেশখালি জুড়ে প্রায় আড়াইহাজার পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে। জলপথ থেকে সন্দেশখালি প্রত্যন্ত গ্রামের ভেতর সর্বত্র রবিবার রাতভর চলবে নজরদারি। লাগানো হয়েছে জোরালো আলো। নিরাপত্তার জন্য নিয়ে আসা হয়েছে গোয়েন্দা কুকুর , বম্ব স্কোয়াড ইত্যাদি।কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির মানুষের দাবি মেনে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রদান সুন্দরবনে।বসিরহাট লোকসভায় সন্দেশখালি দুই নম্বর ব্লকের সন্দেশখালির কর্ণখালীর মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। সন্দেশখালি মানুষের দামি মেনে সন্দেশখালি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। চলতি বছর অর্থাৎ ২০২৪ এ সালে ২১শে মে বসিরহাট মেরুদন্ডী সুইসগেটের মাঠে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি। সন্দেশখালির প্রতিবাদীরা তৃণমূলের সভায় এসে শঙ্খ ধ্বনি, উলু ধ্বনির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছিলেন। সেদিনকে সন্দেশখালির মহিলারা বসিরহাটের জনসভায় এসে মমতার কাছে আবেদন করেছিলেন দিদি আপনি একবার সন্দেশখালি আসুন। সেদিন তিনি কথা দিয়েছিলেন, যদি বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামকে জেতান, আমি প্রথম সফর করব সন্দেশখালিতে। সেই কথা রাখতে আজ সন্দেশখালির কর্ণখালির মিশন মাঠে প্রশাসনিক বৈঠক করবেন। তাই অপেক্ষায় রয়েছেন সন্দেশখালিবাসী। ২০২৬ এ বিধানসভা নির্বাচনে দলীয় নেতাকর্মী সমর্থকদের কি নির্দেশ দেন তারা অপেক্ষায় রয়েছেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। পাশাপাশি সন্দেশখালি সুন্দরবনের সীমান্ত ইতিমধ্যে বাড়তি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। চলছে জলপথেও কড়া নজরদারি। আনা হয়েছে কয়েক হাজার সবুজ সাথী সাইকেল। যা ছাত্রছাত্রীদের সোমবার নিজের হাতে প্রদান করবেন মুখ্যমন্ত্রী ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct