সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: সুন্দরবন এলাকার দরিদ্র মৎস্যজীবিদের একমাত্র উপার্জন নদীখাঁড়িতে মাছ-কাঁকড়া ধরে জীবন-জীবিকা নির্বাহ করা। আর সেই জীবন জীবিকার তাগিদে প্রায় প্রতিনিয়ত বাঘের আক্রমণ ঘটে চলেছে।কখনও মৎস্যজীবিদের আক্রমণ করে গভীর জঙ্গলে টেনে নিয়ে চলে যাচ্ছে বাঘ।
আবার কখনওবা বাঘের সাথে মৎস্যজীবিদের লড়াই করে সঙ্গীকে মৃত অথবা আহত অবস্থায় উদ্ধার করে ফিরতে হচ্ছে। এমনটা প্রায়ই ঘটে চলেছে।দরিদ্র মৎসজীবিরা সুন্দরবন জঙ্গলে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মুখোমুখি হওয়ায় তাদের পাশে দাঁড়িয়েছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। মৎস্যজীবিদের সুরক্ষার জন্য এবার পাঁচদফা দাবী নিয়ে আবারও পথে নামতে চলেছে এই সংগঠন। আগামী ৩১ জানুয়ারী সুন্দরবনের কুলতলির মৈপিঠ এর পেটকুলচাঁদ বাজারে সভা করার ডাক দিয়েছে এপিডিআর এর কুলতলি-মৈপিঠ শাখা সংগঠন।
সংগঠনের দাবী, সুন্দরবনের দরিদ্র মৎস্যজীবিদের জন্য ‘বিএলসি’ পাসের সংখ্যা বাড়াতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct