নকিব উদ্দিন গাজী, ডা. হারবার, আপনজন: সকলের স্বাস্থ্য, সাংসদের অঙ্গীকার। ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় ২ জানুয়ারি থেকে শুরু হতে চলছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় প্রকল্প।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের মাধ্যমের ডায়মন্ড হারবার লোকসভার সাধারণ মানুষদের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। আর তার আগেই ডায়মন্ড হারবার জুড়ে চলছে জোর কদমে প্রস্তুতি। সেবাশ্রয় প্রকল্পের জন্য ১২ হাজার চিকিৎসক পরিষেবা দেবেন লোকসভা জুড়ে।
প্রতিটি বিধানসভায় ৪১ টি করে সেবাশ্রয় ক্যাম্প করা হবে এবং প্রতিটি বিধানসভায় একটি করে মডেল ক্যাম্প তৈরি করা হবে।
লোকসভা জুড়ে প্রায় ৩০০ বেশি ক্যাম্প করে ৭০ দিন ধরে চলনে এই সেবাশ্রয় ক্যাম্প।
ডায়মন্ড হারবার বিধানসভার এসডিও মাঠে ২ রা জানুয়ারি সেবাশ্রয়ের উদ্বোধন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাপ্তি হবে মহেশতলা বিধানসভাতে। প্রতিটি বিধানসভা তে ১০ দিন করে চলবে এই ক্যাম্প। যেখানে সাধারণ মানুষ একেবারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।
তার আগেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ক্যাম্প তৈরীর প্রস্তুতি।
নজরদারিতে রয়েছেন স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃত্বরা। এদিন সেই ক্যাম্প ঘুরে দেখেন ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার শামীম আহমেদ। প্রত্যেকটি বিষয় তুমি সরজামিনের খতিয়ে দেখেন। সিসিটিভি নজরদারি। পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিকাঠামো এবারের মূল লক্ষ্য সংসদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct