সুব্রত রায়, কলকাতা, আপনজন: সাধারণ মানুষের সুবিধার্থে ৩১ ডিসেম্বরের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় থাকবে। ৫০ টি জায়গায় নাকা চেকিং হবে। শনিবার জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি লালবাজারে সংবাদিকদের জানান, শহরে বর্ষ বরণের রাতে মহিলাদের সুরক্ষার স্বার্থে রাস্তায় থাকবে কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা। ইমারজেন্সি সার্ভিস দেওয়ার জন্য নজরদারি চালানো হবে কলকাতা পুলিশের তরফ থেকে।সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার জানান, মদ্যপ অবস্থায় এবং রাস ড্রাইভিং করা যাবে না। বাইকের ক্ষেত্রে মা ব্রিজে চলাচলের যে বিধি নিষেধ চালু করা হয়েছিল তা বর্ষবরণের জন্যে উঠিয়ে নেওয়া হয়েছে সকাল থেকে রাত অব্দি ২৪ ঘন্টা মা ব্রীজ দিয়ে যাতায়াত করতে পারবে বাইক চালকরা। কলকাতার পুলিশ কমিশনার আরোও জানান,ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়া খানা, বিড়লা তারামণ্ডল, এবং যত পিকনিক স্পট আছে সব জায়গায় পুলিশ থাকবে। মহিলা পুলিশ থাকবে।
মত্ত অবস্থায় গাড়ি চালানো আটকাতে তাদের উপরে বেশি নজরদারি থাকবে। রাত্রি বেলায় আলাদা স্পেশাল টিম থাকবে যেখানে বেশি জমায়েত যেমন পার্কস্ট্রিট সেখানে বেশি পুলিশ থাকবে। ৪,৫০০পুলিশ থাকবে সারা শহরে।মা ফ্লাই ওভার কোনো নিষেধাজ্ঞা থাকছে না দু চাকার জন্য।হোটেল গুলোতে বিশেষভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা হোটেলে থাকতে আসবেন তাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডকুমেন্টস না থাকলে তাদের আর রাখা যাবে না। রাত্রে অ্যান্টি ক্রাইম জন্য আলাদা টিম থাকবে। পার্ক স্ট্রিটে বিশেষ নজরদারি থাকবে। ৩১ জানুয়ারি এবং ১ তারিখ পর্যন্ত ৪৫০০ পুলিশ মোতায়েন থাকবে শহরে । কলকাতায় ১৫ জায়গায় স্পেশাল নাকা চেকিং চলবে । টু হুইলারের জন্য মা ফ্লাইওভারে কোনো রেস্ট্রিকশন থাকবেনা। তবে গতি নিয়ন্ত্রণ করা হবে। সবকিছুর দিকে নজর রেখে স্পেশাল টিম থাকছে । থাকছে কলকাতা পুলিশের এসটিএফ টিম।
পাসপোর্টের কী গাইডলাইন আছে তা খতিয়ে দেখতে হবে। কোথায় কী ফাঁক ছিল তার খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ভেরিফিকেশন করতে হবে তা আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। এমএলএ হোস্টেলের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধায়কের বিরুদ্ধে যে তথ্য পাওয়া গেছে তাও খতিয়ে দেখা হবে বলে জানান পুলিশ কমিশনার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct