চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: প্রায় এক লক্ষ সত্তর হাজার ছাত্রছাত্রীর মধ্যে বৃত্তি পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান পেয়ে তাক লাগিয়ে দিল সুন্দরবনের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্র। রাজ্যের মধ্যে প্রথম হয়ে সবার মনে জায়গা করে নিল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জের চতুর্থ শ্রেণীর এক ছাত্র।এই ছাত্রের গর্বে গর্বিত পাথরপ্রতিমা এলাকার মানুষ। উল্লেখ্য ১৯৯২ সালে বর্তমানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই বৃত্তি পরীক্ষা চালু করে।
করোনার জন্য দু’বছর বন্ধ থাকায় ৩০ তম বছর ২০২৪-এ রাজ্যের ১ লক্ষ ৬৮ হাজার ৩২৮ জন চতুর্থ শ্রেণীর ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ রবীন্দ্র বিদ্যাপীঠ এফ পি স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ আদক ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।অন্যদিকে প্রথম স্থান অধিকারে রয়েছে আরো দুজন তাদের নাম্বারও একি।রিদ্ধিমান দে কোচবিহার, স্বপ্নদ্বীপ মন্ডল পূর্ব মেদিনীপুর।তবে সুন্দরবনের এক গ্রাম্য এলাকার ছেলে অর্ঘ্যদীপের এইনাম্বারে খুশি এলাকার মানুষ,শুক্রবার সকাল হতেই মার্কশিট পৌঁছে যায় বাড়িতে। এই সম্মানে সম্মানিত হবার পর ছেলেকে কাছে পেয়ে মিষ্টি খাইয়ে, তাকে আদর আশীর্বাদ করে বাড়ির বিভিন্ন লোকজন।খবর পেয়ে এলাকার মানুষজন মিষ্টি ফুল নিয়ে দেখা করতে আসে অর্ঘ্যদীপের সঙ্গে। তবে তিন নং কম পেয়ে আশাহত অর্ঘ্যদীপ। তাঁর দাবি এই তিন নং কম পাওয়ার কথা আমার ছিল না।তবে আগামী দিনে তাঁর এই লড়াই জারি থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct