এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: ‘প্রায় এক দশকের পরিচিত পরম বন্ধু প্রভাস দা’র মা পরলোক পাড়ি দিয়েছেন, তাই জাত ধর্ম ভুলে শ্মশানের খরচ থেকে যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে পাড়ার লোকজন, আত্মীয় স্বজন সবাইকে সঙ্গে নিয়ে চিতার কাঠ জড়ো করে দায়িত্ব সহকারে শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরলাম অনেক রাতে ।’ সম্প্রীতির অনন্য নজির সৃষ্টিকারী উত্তর ২৪ পরগনা জেলায় গাইঘাটার সীমান্তবর্তী গ্রাম সুবিদপুরের বিশিষ্ট শিক্ষক শাহজাহান মন্ডল জানালেন এমনটাই ৷
কথায় বলে বন্ধুত্বের মাঝে জাত, ধর্ম, বর্ণ কোন বিভেদ সৃষ্টি করতে পারে না, ঠিক যেন সেটাই হল ৷ দেশজুড়ে সহিংসতার ঘটনা, জাতিগত বৈষম্য, ধর্মভিত্তিক রাজনীতি যখন বেড়েই চলেছে তখন এমনই কিছু ব্যতিক্রমী ঘটনা কিছুটা হলেও আশার আলো জাগাচ্ছে বলে মনে করছেন মানবতাবাদী, পরধর্মসহিষ্ণু, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকারীরা ।
স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে শিক্ষার প্রচার-প্রসার মান উন্নয়নের কাজ করার ক্ষেত্রে বড়া হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শাহজাহান মন্ডল সঙ্গে প্রায় এক দশক আগে পরিচয় হয়েছিল চাঁদপাড়া মণ্ডলপাড়ার প্রভাস বিশ্বাসের সঙ্গে ৷ দীর্ঘদিনের বন্ধুত্ব, একে অপরের বাড়িতে যাওয়া আসাও ছিল ৷
বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার হঠাৎ প্রভাসের মা পাতাবলা বিশ্বাসের মৃত্যু হয় । বন্ধুর মাতৃবিয়োগের খবর পৌঁছায় শাহজাহানের কাছে, খবর পেয়ে শাহজাহান বাবু প্রভাসের বাড়িতে পৌঁছে মায়ের শেষ কৃত্যের কাজ সম্পন্ন করার জন্য একেবারে পরিবারের সদস্যের মতোই কোমর বেঁধে লেগে পড়েন ৷ এ প্রসঙ্গে শাহজাহান মন্ডল বলেন, ‘আমি তো প্রভাস দা’র ভাইয়ের মতোই, তাই যা করেছি সবটাই স্বাভাবিক ব্যাপার, ভাই কিংবা বন্ধু হিসাবে দাদার পাশে দাঁড়িয়েছি মাত্র ৷ এটাই কর্তব্য ৷ মা ভালো থাকুন এই কামনাই করি ৷’ রক্তের সম্পর্ক না থাকলেও প্রভাস বিশ্বাসও অকপটে জানালেন, ‘শাহজাহানের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ।’ সামাজিক গণমাধ্যমে বিষয়টি শেয়ার করে অনেকেই লিখেছেন ‘সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছেন শাহজাহান মন্ডল’, ‘মানবতার জয় হোক’, ‘আমরা এমন সম্প্রীতি দেখতে চাই’ প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct