মিসবাহ উদ্দিন, জয়নগর, আপনজন: বকুলতলা থানা এলাকার পাতপুকুরে প্রসারে পথ চলা শুরু হল নয়অ শিক্ষা প্রতিষ্ঠান জমজম ফাউন্ডেশনের। শনিবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, ওসি প্রদীপ চন্দ্র, মামুন ন্যাশনাল স্কুলের সেক্রেটারি কাজী মুহাম্মদ ইয়াসিন, শাইখুল হাদিস মুফতি লিয়াকত আলি, জমজম ফাউন্ডেশনের সম্পাদক হাজি আব্দুল হাকিম মোল্লা, জেলা জমিয়ত সভাপতি মাওলানা হাসানুজ্জামান, সাংবাদিক আজিজুল হক, সাকিবুর রহমান মোল্লা প্রমুখ।
বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল বলেন, কুলতলি সুন্দরবন অধ্যুষিত প্রত্যন্ত এলাকা। সেই এলাকায় হাজি আব্দুল হাকিম মোল্লা সাহেবরা নারী শিক্ষা প্রসারে যে উদ্যোগ নিয়েছেন অবশ্যই তা প্রশংসাযোগ্য।
শিক্ষাবিদ মুহাম্মদ ইয়াসিন বলেন, মহিলারা পুরুষদের পোশাক স্বরূপ। পবিত্র কুরআনে নারী শিক্ষার উপর জোর দেয়া হয়েছে। নারীদের অধিকারের কথা, তাদের সঙ্গে উত্তম ব্যবহারের কথা, সামাজিক অধিকারের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, সূরা নিসার মত একটি সূরা রয়েছে। অতএব নারী জাতি শিক্ষা অর্জন না করলে সমাজ-অসম্পূণ থেকে যাবে।
মিশনের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল হাকিম মোল্লা জানান, এলাকায় নারী শিক্ষা প্রসারে আট বিঘা জায়গার উপর কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন চলবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct