মোহাম্মদ জাকারিয়া, ইসলামপুর, আপনজন: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন আইটিএস মোড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন এবং আহত হলেন আরও পাঁচজন। শনিবার দুপুরে মালদাগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটো ও কয়েকজন পথচারীকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করেছে এবং চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং এলাকায় যান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন। এই দুর্ঘটনা শুধু একটি হৃদয়বিদারক ঘটনা নয়, বরং সড়ক নিরাপত্তার প্রতি উদাসীনতার একটি সতর্কবার্তা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct