চন্দনা বন্দ্যোপাধ্যায়, কুলতলি, আপনজন: বছর শেষে একাধিক অনুষ্ঠানে নেমে পড়েছে জন প্রতিনিধিরা।খেলাধূলা হারিয়ে যেতে বসেছে। তাই তো বিভিন্ন এলাকায় শীতের মরশুমে ফুটবল,রবার বা ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে।শুক্রবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভার কুন্দখালি গোদাবর পঞ্চায়েতের কেল্লায় অম্বিকা নগর পিয়ালী স্পোটিং ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ফুটবল খেলার শুভ সূচনা হয়ে গেল।এদিন এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল, কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল, কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ, কুলতলির বিডিও সুচন্দন বৈদ্য, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক ও শ্যামপদ নস্কর, সুন্দরবন তৃনমূল সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি মিলন পুরকাইত, কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, কুন্দখালী গোদাবর পঞ্চায়েতের প্রধান রিজিয়া গাজী,অঞ্চল তৃনমূল কংগ্রেসের যুব সম্পাদক সাদ্দাম হাজরা,উদ্যোক্তা ক্লাবের সভাপতি আলতাফ হোসেন লস্কর,সম্পাদক রুহুল আলম লস্কর সহ ক্লাবের একাধিকসদস্য।দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে ১৬ টি দল এই খেলায় অংশ নিয়েছে।শনিবার রাতে এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। আর এই খেলা দেখতে এই শীতের মরশুমে বহু দর্শক সমাগম ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct