রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: জমজমাট আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পুঠিমারি ফিডার ক্যানেল ময়দানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল সামশেরগঞ্জ কাপ টুর্নামেন্ট। শনিবার জমজমাট আবহে শুরু হয় অষ্টম বর্ষের এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলার মাঠে অভিনব উদ্যোগ নিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে মাঠ পরিক্রমা শুরু হয়। তারপরেই পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, মশাল দৌড় এবং ফিতা কেটে ও পায়রা - বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক শুরু হয় খেলা। উদ্বোধনী পর্বে ফিডার ক্যানেল মাঠে উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, খেলার পৃষ্ঠপোষক তথা সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সামশেরগঞ্জের বিএমওএইচ ডাক্তার তারিফ হোসেন, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামূল ইসলাম, সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্রথমদিন মালদা ও দেওঘর টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এদিন খেলা দেখতে ভিড় জমান হাজারও দর্শক। কার্যত টানটান ক্রিকেট উত্তেজনার আবহের মধ্যেই খেলা শুরু হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct