মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এন. কে. সিনিয়র মাদ্রাসায় শনিবার অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, প্রতিবারের মতো এবারও সময়মতো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা জেলা ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ৫-৭ জানুয়ারি জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতায় মেধাবী প্রতিভা তুলে ধরার লক্ষ্যেই এই সময়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। ছোটদের জন্য চামচ দৌড়, আলু দৌড় ও অংক দৌড়ের মতো মজার খেলা ছিল, আর বড়দের জন্য উচ্চ লম্ফন, নিম্ন লম্ফন, রানিং হাই জাম্প, রানিং লং জাম্প, ডিসকাস থ্রো, এবং বিভিন্ন দূরত্বের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পাশাপাশি হাড়িভাঙ্গা ও মিউজিকাল চেয়ারের মতো আকর্ষণীয় খেলার আয়োজন সবাইকে মুগ্ধ করে। প্রধান শিক্ষক আরও জানান, জেলা প্রতিযোগিতার সম্ভাব্য খেলার তালিকা মাথায় রেখে এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার সাফল্যের পেছনে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সকলের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও অংশগ্রহণকারীদের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসার এই আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতা বৃদ্ধি এবং উদ্যমিত করার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct