আপনজন ডেস্ক: স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর থেকে ৩০ হাজারের বেশি সিরীয় নাগরিক তুরস্ক থেকে দেশে ফিরে এসেছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার সিরীয় নাগরিক তুরস্ক থেকে নিজ দেশে চলে গেছেন। সিরিয়ার প্রায় ৩০ লাখ শরণার্থীকে তুরস্ক আশ্রয় দিয়েছিল।
২০১১ সালে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে লাখ লাখ মানুষ পালিয়ে যায়। ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পালিয়ে যাওয়ার পর আশা করা হচ্ছে তাদের মধ্যে বহু মানুষ ফের নিজ দেশে ফিরে আসবেন।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, ফিরে যাওয়া লোকের সংখ্যা ত্রিশ হাজার ৬৬৩ জন। এর আগে গত মঙ্গলবার ২৫ হাজারের বেশি সিরীয় নাগরিক তুরস্ক থেকে দেশে ফিরেছে।
সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তুরস্ক এখন সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করছে। দেশটি আশা করছে, দামেস্কে ক্ষমতার পরিবর্তন তাদের অনেককে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct