আপনজন ডেস্ক: ফের নতুন প্রেসিডেন্ট পেল দক্ষিণ কোরিয়া। এক মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে তৃতীয় বার। তবে এবারো অস্থায়ী প্রেসিডেন্টের হাতেই দেওয়া হয়েছে দেশ পরিচালনার ভার।
চলতি মাসের শুরু দিকে দেশে সামরিক (মার্শাল) আইন কার্যকরের সুপারিশ করে বিতর্কে জড়িয়েছিলেন দেশের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। পার্লামেন্টের এমপিরা তাকে দায়িত্ব থেকে সরানোর প্রক্রিয়া (ইমপিচমেন্ট) শুরু করায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল হান ডাক-সু-কে। তবে তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি দক্ষিই কোরিয়ায়। উল্টো ফের হানকেও সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে পার্লামেন্টে। এই পরিস্থিতিতে দেশের দ্বিতীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন অর্থমন্ত্রী চোই সাং-মোক। চোইয়ের অবশ্য আশ্বাস, দেশের এই অশান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার সব রকমের চেষ্টা করবেন তিনি।
৬১ বছরের চোই ‘সোল ন্যাশনাল ইউনিভার্সিটি ল স্কুল’ থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। বর্ষীয়ান এই অর্থনীতিবীদ অর্থ মন্ত্রীর সঙ্গে ৩০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত। ইউনের মন্ত্রিসভাতেও তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকছেন চোই— ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। আজ নতুন দায়িত্ব নেয়ার আগেই প্রাথমিকভাবে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন চোই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct