আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে আসতে পারে। এমনকি কিছু অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতেও পৌঁছাতে পারে বলে এক সতর্ক বার্তায় জানিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়েছে, আসন্ন শৈত্যপ্রবাহে সৌদি আরবের উত্তরাঞ্চল ঠাণ্ডায় সবচেয়ে বেশি কাবু হবে। যার মধ্যে রয়েছে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে।
জানা গেছে, সৌদি আরবে এরইমধ্যে বেশ শীত পড়েছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর সীমান্তের তাবুক, আল জউফে ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। এই সময়ে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে নামতে পারে।
ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির মুখপাত্র হুসেইন আল কাহতানি বুধবার সতর্ক করে বলেছেন, সৌদি আরব আগামী সপ্তাহে শক্তিশালী শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে। এরজন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরে সৌদিতে আলোচনা চলছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র জানান, এসব তথ্য গুজব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct