আপনজন ডেস্ক: জেতা ম্যাচ একেবারে শেষ মুহূর্তে হাতছাড়া হল ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল এক গোরে যখন জিতছিল, তখন ৯০ মিনিটের মাথায় মনোজ মহম্মদ গোল করায় জয়ের রথ থেমে যায় ইস্টবেঙ্গলের। ান্যদিকে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্ব করারও অভিযোগ উঠেছে। প্রথমার্ধে দু’বার এবং দ্বিতীয়ার্ধে একবার নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই হায়দরাবাদ এফসি-র গোলকিপার আর্শদীপ সিংয়ের লাল কার্ড দেখার কথা। সেক্ষেত্রেও দর্শকের ভূমিকায় দেখা গেল রেফারিকে। প্রথমে বক্সের মধ্যে হাত দিয়ে গোলমুখী বল আটকালেন হায়দরাবাদের ডিফেন্ডার অ্যালেক্স সাজি। পেনাল্টির আবেদন নাকচ করে দিলেন রেফারি। এরপর বক্সের মধ্যে বল বিপদমুক্ত করার চেষ্টার পাশাপাশি ক্লেইটন সিলভার বুকে সরাসরি বুটের স্টাড দিয়ে আঘাত করলেন আর্শদীপ। রেফারির পকেট থেকে কার্ড বেরোল না। পেনাল্টির দাবিও নাকচ হয়ে গেল। দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে হায়দরাবাদের সার্বিয়ান ডিফেন্ডার স্টেফান স্যাপিচের হাতে লাগল গোলমুখী বল। এবারও পেনাল্টি পেল না ইস্টবেঙ্গল।
আই লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন মনোজ মহম্মদ। পরে তিনি দলবদল করেন। শনিবার সেই মনোজই ইস্টবেঙ্গলের জয় আটকে দিলেন। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৪ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ক্লেইটনের অসাধারণ ফ্রি-কিক বারে লেগে ফিরে আসার পর হেডে গোল করেন জিকসন সিং। ৯০ মিনিটে লেফট উইং থেকে উঠে এসে বাঁ পায়ের মাটিঘেঁষা শটে গোল করে সমতা ফেরান মনোজ। ফলে ম্যাচ শেষ হল ১-১ গোলে।
লিগ টেবলে ১১ নম্বরেই ইস্টবেঙ্গল হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করে ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১১ নম্বরেই থেকে গেল ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে হায়দরাবাদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct