আপনজন ডেস্ক: কাশ্মীরিরা আতিথেয়তায় আবারও সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করলেন। ভূস্বর্গের হৃদয়গ্রাহী প্রদর্শনে, শ্রীনগর-সোনমার্গ হাইওয়েতে গুন্ড এলাকার বাসিন্দারা ভারী তুষারপাতের কারণে আটকে পড়া একদল যাত্রীকে আশ্রয় দেওয়ার জন্য একটি মসজিদের দরজা খুলে দিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, পাঞ্জাবের এক ডজন পর্যটক শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে সোনমার্গ এলাকা থেকে ফেরার সময় তুষারপাতের কবলে পড়েন। তাদের গাড়ি তুষারপাতে আটকে যায় এবং কাছাকাছি কোনও হোটেল ও স্থানীয় বাড়ি না থাকায় গুন্ডের বাসিন্দারা জামিয়া মসজিদের দরজা খুলে দেন। স্থানীয় বাসিন্দা বশির আহমেদ বলেন, মসজিদে একটি হামাম রয়েছে, যা সারা রাত উষ্ণ থাকে। মসজিদের ভেতরে পাঞ্জাবের পর্যটকদের রাত কাটানোর একটি ভিডিও এরপরই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct