আপনজন ডেস্ক: গত ২৪ নভেম্বর সংঘর্ষের কেন্দ্রস্থল মসজিদের সামনের একটি খোলা মাঠ জরিপ করার একদিন পর শনিবার সম্ভল জেলা কর্তৃপক্ষ শাহি জামা মসজিদের কাছে একটি পুলিশ ফাঁড়ির জন্য আনুষ্ঠানিক ‘ভূমি পূজা’ করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আশি ও নব্বইয়ের দশকে অযোধ্যায় বাবরি মসজিদের বিরুদ্ধে সঙ্ঘ পরিবার যেভাবে রাজনৈতিক গতি তৈরি করেছিল, তার সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের সম্ভলের ক্ষেত্রে গতিপ্রকৃতির মিল পাওয়া যাচ্ছে । অতিরিক্ত পুলিশ সুপার শ্রী চন্দ্রের নেতৃত্বে একটি দল জামা মসজিদের নিকটবর্তী “সরকারি জমি” পরিমাপ করে এবং মসজিদে শুক্রবারের নামাজ চলাকালীন মহড়াটি পরিচালনা করার জন্য এটি একটি পুলিশ ফাঁড়ির জন্য উপযুক্ত বলে মনে করে। উল্লেখ্য, ১৯৪০-এর দশকের শেষের দিকে গোরক্ষনাথ মন্দিরের মহন্ত দিগ্বিজয়নাথ যখন বাবরি মসজিদের পরিবর্তে রাম মন্দির নির্মাণের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন অযোধ্যায় রাম জন্মভূমি পুলিশ চৌকি (ফাঁড়ি) প্রতিষ্ঠা হয়েছিল। সেই ছায়া এবার দেখা যাচ্ছে সম্ভলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct