নিজস্ব প্রতিবেদক , বারাসত, আপনজন: ভুয়ো পাসপোর্ট কাণ্ডের পর এবার একের পর এক পঞ্চায়েত ও পুরসভার নাম করে জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার চক্রের হদিশ পেল গোয়েন্দারা। কদম্বগাছি পঞ্চায়েত, বারাসত পৌরসভা সহ একাধিক পঞ্চায়েতের নামে মিলেছে জাল সার্টিফিকেট। ইতিমধ্যেই রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে সমরেশ বিশ্বাস ও মুক্তার আলম । তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবার চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে । কদম্বগাছি পঞ্চায়েত ও বারাসত পৌরসভা এই দুই জায়গার একাধিক জাল সার্টিফিকেট তৈরির তথ্য মিলেছে তদন্তকারী সংস্থার হাতে। এরপরেই সক্রিয় হয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । সমরেশ ও মুক্তার আলমের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি জন্ম সার্টিফিকেট বারাসত এক নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের। এরপরে বারাসত পৌরসভা শহর রয়েছে। একই সঙ্গে রয়েছে অন্যান্য পঞ্চায়েতের নাম। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এসে তার তথ্য জানতে চেয়েছিল। প্রধান মাধুরী মন্ডল জানান, তাদের রেজিস্টার সহ সমস্ত তথ্য তারা দেখিয়েছেন। যে চিঠি তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে তার যথাযথ্য উত্তর দিয়েছে কদম্বগাছি পঞ্চায়েত । তবে কদম্বগাছি পঞ্চায়েতের বর্তমান প্রধানের দাবি তার আমলে এরকম কোনও সার্টিফিকেট তারা দেয়নি। বারাসত পৌরসভার কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য জানতে চাওয়া হয়নি বলে জানান বারাসত পৌরসভার পৌরপিতা অশ্বনি মুখার্জি। তিনি বলেন, পৌরসভা থেকে এরকম কোন সার্টিফিকেট দেওয়া হয় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct