শেষ পর্যন্ত অ্যাপলের সাফারি ব্রাউজারে বেশ কয়েকটি নিরাপত্তা ত্রুটি বের করলেন গুগলের গবেষকরা। এই ত্রুটি কাজে লাগিয়ে গ্রাহকের ওয়েব ব্রাউজিংয়ের ধরন নজরদারি করা সম্ভব হ্যাকারদের পক্ষে।
শীঘ্রই এই ত্রুটির বিষয়ে নথি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। এই খবরের জেরে অ্যাপেল ইতিমধ্যেই ব্রাউজারের এই ত্রুটিগুলো সারিয়ে ফেলার কাজে মন দিয়েছে। ব্রাউজারের একটি টুলে এই নিরাপত্তা ত্রুটিগুলো বের করা হয়েছে। মজার বিষয়, এই টুলটি বিশেষভাবে বানানোই হয়েছে গোপনতা রক্ষার জন্য।ত্রুটি কাজে লাগিয়ে তৃতীয় পক্ষের কেউ গ্রাহকের ব্রাউজিংয়ের অভ্যাসের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারেন বলে জানানো হয়েছে। গত বছর অ্যাপলকে এই ত্রুটির বিষয়ে জানায় গুগল। ডিসেম্বরে এক ব্লগ পোস্টে অ্যাপলের এক প্রকৌশলী বলেন, গুগলের গবেষকদের বের করা ত্রুটি সারানো হয়েছে। অ্যাপলের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, গুগল এই ত্রুটিগুলি বের করেছে এবং আগের বছরই এগুলো সারানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct