চন্দনা বন্দ্যোপাধ্যায়, বারুইপুর, আপনজন: বারুইপুরে যানজট কমাতে এবার এগিয়ে এলো বারুইপুর পুরসভা। বারুইপুর রেলগেট থেকে বারুইপুর স্টেশনের ৪ নং প্ল্যাটফর্মের দিকে যাওয়ার রাস্তায় যানজটের যন্ত্রণা দীর্ঘদিনের।মূলত অটো ও টোটোর মধ্যে যাত্রী নেওয়ার প্রতিযোগিতা থেকেই এই সমস্যা।স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের দাবি করে আসছেন। আর তাই এবার এই তীব্র যান-যন্ত্রণা থেকে নাগরিকদের মুক্তি দিতে রাস্তার একদিকে প্রায় ১০-১২ ফুট চওড়া করার চিন্তাভাবনা শুরু করেছে বারুইপুর পুর প্রশাসন। ইতিমধ্যে মাপজোকের কাজও করে ফেলেছে তাঁরা।এ ব্যাপারে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বলেন, “এই কাজের জন্য রাস্তার আশপাশে দোকানেরব্যবসায়ীদের দ্রুত পুরসভায় ডাকা হবে। তাঁদের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নেওয়া হবে।”এই প্রসঙ্গে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এই কাজ দ্রুত হলে মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে। আর রাস্তাটি চওড়া হলে অটো-টোটো বা কাউকে রাস্তা দখল করে দাঁড়াতে দেওয়া হবে না।”এই স্টেশন রোডে প্রবল যানজটের কারণে স্কুল পড়ুয়ারাও সঠিক সময়ে স্কুলে যেতে পারে না। অনেক নিত্যযাত্রীর ট্রেন মিস হয়। সকালের অফিস টাইম থেকে শুরু করে সন্ধ্যাতেও এই রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে একের পর এক অটো-টোটো। এই রাস্তায় রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সও হাসপাতালে যেতে পারে না।এ বিষয়ে পুরসভার এক কাউন্সিলার বলেন, রাস্তা চওড়া করা হলে যানজট সমস্যা মিটবেই। একই সঙ্গে ওই রাস্তায় অটো-টোটো স্ট্যান্ড করা কোনও মতেই চলবে না। তবে এই কাজ করতে গেলে অনেক দোকান ভাঙা পড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct