মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কৈয়ড় অঞ্চলের গুইর গ্রামে শুক্রবার শুরু হল ১১তম গ্রামীণ ও কৃষি মেলা। গুইর ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন উপলক্ষে এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শুক্রবার দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার শুভ সূচনা হয়। শোভাযাত্রা শেষে অতিথিদের উপস্থিতিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং স্বাগত সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথিদের সাদরে বরণ করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, হ্যানিম্যান মিশনের সভাপতি ডাঃ এস. দাস, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর সফিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম, কৈয়ড় অঞ্চল প্রধান শাজাহান মন্ডল এবং বিশিষ্ট সমাজসেবী মোল্লা সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ ও কৃষি মেলার গুরুত্ব এবং কৃষি ও কৃষকের উন্নয়নে এই মেলার ভূমিকার কথা উল্লেখ করেন। মেলাটি শুধুমাত্র বিনোদনের একটি মাধ্যম নয়, এটি কৃষি প্রযুক্তি, চাষাবাদের আধুনিক পদ্ধতি এবং গ্রামীণ সংস্কৃতির বিকাশে একটি বড় ভূমিকা পালন করে।
এবারের মেলায় বিভিন্ন স্টলে স্থানীয় কৃষিপণ্য, হস্তশিল্প এবং আধুনিক কৃষি সরঞ্জাম প্রদর্শিত হবে। একইসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যা মেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে।
চার দিনব্যাপী এই মেলা ১৪ই পৌষ পর্যন্ত চলবে বলে জানালেন মেলা কমিটির সম্পাদক শেখ হাকিম ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct