নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শুক্রবার কলকাতা কর্পোরেশনের পাশে নিউমার্কেটের সামনে মূলত কলকাতার উর্দূভাষীদের উদ্যোগে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এক প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয়। হাজারো প্রতিবাদমুখী মানুষ এই জনসভায় উপস্থিত থেকে প্রতিবাদ সভাকে মূখরিত করে তোলেন। অল ইন্ডিয়া মুসলিম পাসোনাল ল বোর্ডের সদস্য মৌলানা আবু তালেব রহমানি সহ বহু বিশিষ্ট ব্যক্তি অলোচনায় অংশ গ্রহণ করেন। ভারতের অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতাকে টিকিয়ে রাখতে হলে চন্দবাবু নাইডু ও নিতিশ কুমারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন আলোচ্য বক্তাগণ। এদিনের এই সমাবেশে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। মঞ্চ বেঁধে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় পুরসভা চত্বরে যানজটের সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct