অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: হোটেলের খাবার খেয়ে অসুস্থ বেশ কয়েকজন। অসুস্থদের প্রথমে গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে সেখান থেকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক এলাকার ঘটনা।
জানা গিয়েছে, কুমারগঞ্জ থানার সংলগ্ন একটি হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পুলিশকর্মী সহ বেশ কয়েকজন। প্রথমে অসুস্থদের ভর্তি করা হয় কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যাওয়ায় কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় পরবর্তীতে কয়েকজন কে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। মূলত খাবারে বিষক্রিয়া জনিত কারণে এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এ বিষয়ে এক অসুস্থ ব্যক্তির পরিবারের লোক জানান, ‘হোটেলে খাবার খাওয়ার পরেই শরীর খারাপের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সুস্থ না হওয়ায় সেখান থেকে বালুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা ঔ হোটেলের খাবার খেয়েছে, প্রত্যেকেরই এমন হয়েছে। সব মিলে প্রায় ২০-২২ জন খাবার খেয়ে অসুস্থ হয়েছেন বলে শুনেছি।’ এ বিষয়ে বালুরঘাট সদর হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, ‘হোটেলের খাবার খেয়ে মূলত খাদ্য বিষক্রিয়া জনিত কারণে এমনটা হয়েছে। গুরুতর অসুস্থ আট জন রয়েছেন। তার মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছেন। বাকিরা স্বল্প অসুস্থতা নিয়ে ভর্তি রয়েছেন। পুরো বিষয়টি আমরা জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারকে জানিয়েছি। তিনি পুরো বিষয়টি দেখছেন। কুমারগঞ্জের ওই এলাকায় এ বিষয়ে আমরা সচেতনতা মূলক প্রচার চালাচ্ছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct