নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম, আপনজন: নন্দীগ্রামের গোকুলনগর ৬ নম্বর অঞ্চলে “বৃন্দাবনচকের দক্ষিণ ২৫৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মী মহাদেব বিসাইকে গতকাল গভীর রাতে নৃশংস ভাবে হত্যা করে দুষ্কৃতীরা, তার মরদেহ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পোস্টমর্টেম করে নন্দীগ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তার মরদেহে মাল্যদান করে তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক বিভাগের সভাপতি অসিত ব্যানার্জি,জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, নন্দীগ্রামের নেতা সেক সুফিয়ান, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাঁড়া, জেলার যুব সভাপতি আজগর আলী,শ্রমিক নেতা পঞ্চানন খামরুই,আনন্দ মন্ডল,বাসুদেব প্রামানিক,উত্তম মন্ডল সহ আরো অনেকেই
ছবি: সেক আনোয়ার হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct