আপনজন ডেস্ক: এশিয়ার প্রভাবশালী দুই দেশ চীন ও জাপান নিজেদের জনগণ ও সাংস্কৃতিক বিনিময়ের উন্নয়নে ১০টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) চীনের রাজধানী বেইজিংয়ে চীন-জাপানের জনগণ ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে উচ্চপর্যায়ের দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া উপস্থিত ছিলেন। স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে যুব বিনিময় এবং শিক্ষা সফর বাড়ানো, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং বিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক স্থাপন। এ ছাড়া পর্যটন শিল্পের প্রসার ঘটাতে সহজতর ব্যবস্থা গ্রহণ এবং শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। খেলাধুলা, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম, এবং গবেষণা ক্ষেত্রেও উভয় দেশ সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। নারীদের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং ২০২৫ সালে জাপানের ওসাকায় অনুষ্ঠিতব্য বিশ্ব মেলাকে বন্ধুত্বের মঞ্চ হিসেবে প্রতিষ্ঠার বিষয়েও চুক্তি হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct