আপনজন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে ইসরায়েলি বোমা হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। তবে এই হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তাকে বহনকারী উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন।
ইসরায়েলের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব তথ্য জানিয়ে ডব্লিউএইচও প্রধান নিজেই এক পোস্টে বলেন, ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।
হামলার বর্ণনা দিয়ে তেদরস আধানম গেব্রেয়াসুস বলেন, এখানে আমাদের কাজ শেষ হয়েছে। আমরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছি তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
বৃহস্পতিবার ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দি রয়েছেন তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান। তার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন।
হামলার এক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও। ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct