আপনজন ডেস্ক: গত ২৪ নভেম্বর সম্ভলে শুরু হওয়া হিংসার পর শাহি জামা মসজিদের উল্টোদিকে মাঠে স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরির কাজ শুরু করল উত্তরপ্রদেশ পুলিশ। আধিকারিকরা জানান, ইতিমধ্যেই ওই এলাকায় সমীক্ষা চালানো হয়েছে এবং শহরের কোট গরভি এলাকায় অবস্থিত ওই জায়গায় শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। অতিরিক্ত পুলিশ সুপার শ্রীষ চন্দ্র বলেন, নতুন ফাঁড়ির জন্য পরিমাপের কাজ শেষ হয়েছে। তবে এ পর্যায়ে তিনি ফাঁড়ির প্রস্তাবিত নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে এই ফাঁড়ি স্থাপন করা হচ্ছে। কাজ শেষ হয়ে গেলে সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো হবে।
গত ২৪ নভেম্বর কোট গারভি এলাকায় শাহি জামা মসজিদে হরিহর মন্দিরের একটি পিটিশনকে কেন্দ্র করে আদালতের নির্দেশে জরিপ চলাকালীন পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে চারজন নিহত ও নিরাপত্তারক্ষীসহ বেশ কয়েকজন আহত হন। মুঘল আমলের শাহি জামা মসজিদে একটি সমীক্ষা চালানো হয়েছিল, যখন সুপ্রিম কোর্টের হিন্দুপক্ষের এক আইনজীবী দাবি করেছিলেন যে এটি মূলত একটি মন্দির যা মসজিদ নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছিল। ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ বিধান) আইন সত্ত্বেও আদালতের এই নির্দেশনা জারি করা হয়েছিল, যার লক্ষ্য ১৯৪৭ সালের ১৫ আগস্টের মতো উপাসনালয়ের ধর্মীয় চরিত্র সংরক্ষণ করা। যত দিন যাচ্ছে ততই কোর্ট কমিশনারের সমীক্ষা নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে। ২৪ নভেম্বর, একদল বাসিন্দা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (এএসআই) ভূমি জরিপকারী একটি দলের বিরোধিতা করেছিল। ১০ ডিসেম্বর একটি বড় আকারের বিক্ষোভ শুরু হয় যা অবশেষে সহিংস হয়ে ওঠে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন মুসলিম যুবক মারা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct