নিজস্ব প্রতিবেদক , মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদের রানীনগরে মসজিদে বোমা হামলা, বেলডাঙায় পুজো মণ্ডপে আল্লাহর নামে অশ্লীল ভাষা ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গার পর এবার সামসেরগঞ্জ বিধানসভার নিমতিতা রেলগেট সংলগ্ন রেললাইনে বোমা রেখে পালাতে গিয়ে পাকড়াও হয়েছে মদন দাস ও সাগর দাস নামে দুজন ব্যক্তি। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে সম্পূর্ণ জেলায়, কি কারণে একের পর এক ষড়যন্ত্র হয়ে চলেছে মুর্শিদাবাদে তার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া।
এসডিপিআই-এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম এক প্রেস বিবৃতির মাধ্যমে বলেন— নিমতিতায় রেল লাইনের উপর বোমা বিস্ফোরণের চেষ্টার ঘটনায় গ্রেফতার হওয়া সাগর দাস ও মদন দাস এর বিরুদ্ধে কী ধারায় পুলিশ মামলা দিল তা জনগণ জানতে চান। পিছনে কী গভীর ষড়যন্ত্র ছিল তা পুলিশ, রেল পুলিশ, সিআইডি পৃথক পৃথক ভাবে তদন্ত করুক এবং তদন্তের কাজ দ্রুত শেষ করে সংশ্লিষ্ট সকলের আইন অনুযায়ী বিচার করতে হবে। পুলিশ যাতে কোন ভাবেই বিষয়টিকে ধামাচাপা দিতে না পারে বা অন্য দিকে মোড় ঘোরাতে না পারে তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। শোনা যাচ্ছে পুলিশ না কি ইতিমধ্যেই বলতে শুরু করেছে দুষ্কৃতীদের কাছে যা পাওয়া গেছে তা বোমা নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct