এহসানুল হক , বসিরহাট, আপনজন: দীর্ঘদিন আন্দোলনের পরে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হল। জানা যায় বসিরহাট সাব ডিভিশনে দীর্ঘ দেড় মাস ধরে বিড়ির শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার বসিরহাট সাংগঠনিক তৃণমূল বিড়ি শ্রমিক সংগঠন ও বসিরহাট বিড়ি ব্যবসায়ী সমিতির মধ্যে বৃহস্পতিবার বৈঠকে বসে সেখানেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। প্রায় তিন বছর পর আজ ৮০,০০০ বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি পেলো। বাম আমলে বসিরহাট মহকুমায় ১০০০ বিড়ি বেঁধে ৭০ টাকা মজুরী পেতেন শ্রমিকরা। ধাপে ধাপে মজুরী বৃদ্ধি হয়। এরপর আজ সিদ্ধান্ত মতে ১০০০ বিড়ি বাঁধলে ২৩০ টাকা মজুরী পাবে শ্রমিকরা। আরো দাবি ছিল শ্রমিকদের মজুরী বৃদ্ধি ছাড়াও, ভালো মানের পাতা ও তামাক সরবরাহ করা, লগ বুক চালু করা , সম কাজে সম বেতন সহ একাধিক দাবি আজ ইউনিয়ন এর পক্ষ থেকে পেশ করা হয় । মালিক ব্যবসায়ী সেবা সমিতি সব দাবিই আজ মেনে নিয়েছেন। বসিরহাট মহকুমায় ইঁট ভাঁটা পর দ্বিতীয় বৃহত্তম শিল্পের নাম বিড়ি শিল্প। শ্রমিক দের মধ্যে প্রায় ৯৫ শতাংশই বাড়ির মহিলারা। এই আলোচনায় উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লকে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী, সহ সভাপতি এসকেন্দার গাজী সহ ট্রেড ইউনিয়ন এর নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বসিরহাট জেলার আইএনটিসিউ সভাপতি কৌশিক দত্ত তিনি বলেন আমরা সব সময় শ্রমিকদের পাশে আছি। এটা মা মাটি সরকার আগে মানুষের দাবী দাওয়া পূরণ করাটাই আমাদের কাজ। আগামী দিনও এই সমস্ত শ্রমিকদের পাশে আমরা থাকবো। আজ তাদের দাবি পূরণ হওয়ায় ভীষণ খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct