নিজস্ব প্রতিবেদক , হুগলি, আপনজন: বৃহস্পতিবার হুগলি জেলার চুঁচুড়া -মগরা ব্লকের নাকসা মোড় মদিনা মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়ে গেল অলবেঙ্গল ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে। বহু সম্মানিয় ইমাম মুয়াজ্জিন ও উলামা হজরত গন উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক কেরাত সম্মেলন,ওয়াকফ নয়া বিল প্রত্যাহার, সংখ্যালঘু নির্যাতন, মুসলিম নারী সুরক্ষা ইত্যাদি বিষয়ে নানাবিধ ভাবে আলোচনা হয় উক্ত সভায়। বর্তমান সময়ে নারী জাতি বিভিন্ন জায়গায় অপদস্ত হচ্ছে। তারা যাতে অসম্মানিত না হয় তার জন্য প্রশাসনকে নজর রাখার দাবি জানান ইমাম মুয়াজ্জিনরা।
ইমাম মুয়াজ্জিনরা বলেন, কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। তা না হলে সারা দেশজুড়ে সংখ্যালরা ব্যাপক আন্দোলন শুরু করবে।
সেই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির দাবি জানানো হয়। তাদের দাবি, বর্তমান বাজার দর অনুযায়ী ইমাম মুয়াজ্জিন ভাতা বৃদ্ধি করা দরকার। সংগঠনের তরফে বলা হয়, ইমাম সাহেবরা ধর্মীয় কাজের পাশাপাশি বহু সামাজিক কাজ করেন। ওয়াকফ বোর্ড কে আরো সক্রিয় ভূমিকা নিয়ে জবরদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে। ফলে সেই আই থেকে ইমাম মুয়াজ্জিন ভাতা বৃদ্ধি করা যাবে বলে বক্তারা মনে করেন। অলবেঙ্গল ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চারিটেবল ট্রাস্ট এর মগরা ব্লক সভাপতি মৌলানা নজরুল ইসলাম কাসেমী সভাপতিত্ব করেন। এছাড়া বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এন্ড চারিটেবল ট্রাস্ট এর কোর কমিটির সদস্য আবু আফজাল জিন্না, কার্যকরি সভাপতি রফিকুল ইসলাম, মৌলানা আক্কাস সাহেব , হাফেজ আজগার, হাফেজ সাবির ইত্যাদি বক্তব্য রাখেন। দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct