আপনজন ডেস্ক: কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করেছে আজারবাইজান। দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি আজারবাইজান এয়ারলাইনসের ছিল এবং এটি রাজধানী বাকু থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহরে যাচ্ছিল।
বিধ্বস্ত উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ৬৭ জন আরোহী ছিলেন। দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর ২৯ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভ।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি এই মর্মান্তিক ঘটনায় গতকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং তার রাশিয়ায় পূর্বনির্ধারিত সফরও বাতিল করেছেন। প্রেসিডেন্ট আলিয়েভের দপ্তর থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তিনি জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে আজারবাইজানের ৩৭ জন নাগরিক ছিলেন। এ ছাড়া কাজাখস্তানের ৬ জন, কিরগিজিস্তানের ৩ জন এবং রাশিয়ার ১৬ জন নাগরিকও ছিলেন যাত্রী তালিকায়।
এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে কাজাখস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া বিবৃতিতে কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct