আপনজন ডেস্ক: ফের ডানা ছাঁটা হল কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এবার তাকে সরানো হল নগরায়নে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা ‘ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন’ বা হিডকোর চেয়ারম্যানের পদ থেকে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফিরহাদ হাকিমকে হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে নবান্ন সূত্রে খবর। তাকে সরানো হলেও আপাতত তার জায়গায় নতুন কাউকে বসানো হচ্ছে না। হিডকোর কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজে হাতে দেখবেন বলে সূত্রের খবর।
যদিও তৃণমূল ূত্র বলছে, আগামী ২০২৬-এর বিধানসভা ভোটে সংখ্যালঘু এলাকায় ফিরহাদকে বেশি কাজে লাগানোর উদ্দেশ্যে তার দায়িত্ব কিছুটা হালকা করা হল। অনেকে বলছেন, মেয়র ও নগরোন্নয়ন মন্ত্রীয় থাকায় তাকে এই অতিরিক্ত দায়িত্ব থেকে সরানো হল। যদিও বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব একই সঙ্গে হিডকোর চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct