নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: নিমতিতা স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে বোমা আতঙ্ক সৃষ্টি হল। বৃহস্পতিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সুতি থানার নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সাগর দাস এবং মদন কুন্ডু নামে দুই যুবক রেল লাইনের ধারে বোমা রেখেছিল। এদিকে পুলিশের দাবি, রেললাইনের পাথর কালো প্যাকেট করে রেলের পাশে ফেলে রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল তারা। তারা কেন, কী উদ্দেশ্যে রেললাইনে ধারে বোমা নিয়ে ঘোরাঘুরি করছিল, তা পুলিশ তদন্ত করে দেখছে। তাছাড়া এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কি না, পুলিশ তাও খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা নুড়িপাথর কালো সেলোটেপ দিয়ে মুড়ে বোমার মতো দ্রব্য সেখানে রেখে দেয়। যদিও তার মধ্যে কোনও বারুদ ছিল না। দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার জেরে সাময়িক ট্রেন চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, নিমতিতা রেলস্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে রেললাইনের ঘোরাঘূরি করা দুই যুবকের মধ্যে এক যুবকের হাতে বোমার মতো বস্তু থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। গ্রামবাসীরা দুই যুবককে ঘিরে ফেলে। গ্রামবাসীদের দেখে ওই যুবক বোমাটি দুই রেললাইনের মাঝে ফেলে দেয়। তারপরই বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পৌঁছে যায় নিমতিতা রেলস্টেশনের স্টেশন মাস্টারের হাতে। আতঙ্ক ছগিয়ে পড়ায় বারহাড়োয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ও একটি মালগাড়ি দীর্ঘক্ষণ আটক পড়ে।
উল্লেখ্য, ২০২১ সালে এই নিমতিতা স্টেশনে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উপর বোমা হামলা করা হয়। তাতে তিনি জখম হয়েছিলেন। সেই আতঙ্ক ফের দানা বাঁধে। তাই আবারও নিমতিতা রেল স্টেশনের কাছে হঠাৎ কি উদ্দেশ্যে এবং কেন রেল লাইনের ধারে ওই দুই যুবক বোমা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করল, এর িপছনে কোনও নাশকতার উদ্দেশ্যে ছিল কিনা খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct