এম এ মনু , উলুবেড়িয়া, আপনজন: বুধবার হাওড়ার চেঙ্গাইলে খ্রিস্টান ধর্মাবলম্বী দক্ষিণ ভারতীয় বাসিন্দারা গির্জায় প্রার্থনার মাধ্যমে বড়দিন পালন করলেন। রেভারেন্ট ডি এস মূর্তি প্রার্থনায় উপস্থিত ছিলেন। তিনি সকল মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন, দেশের মধ্য অশান্তির বাতাবরণ সৃষ্টি , রোগগ্রস্ত, মহামারী সারাদেশের মধ্যে দূর্বল অসহায় মানুষের প্রতি অবিচার অত্যাচার নিরসনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের সুখ শান্তি বজায় থাকুক সফলতা ফিরে আসুক অসহায় মানুষের পাশে থাকার সংকল্প নেন পরিশেষে দুস্থ মানুষদের বস্ত্র তুলে দেন, এবং শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করে , তাদের নিজ মাতৃভাষায় প্রার্থনা সংগীত পরিবেশন করেন লাম্বা রামু ও সহযোগী শিল্পী বৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct