মাফরুজা মোল্লা , সুন্দরবন, আপনজন: বিশ্বের বদ্বীপ সুন্দরবনেতে শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালি বেড়িয়ে পড়েছেন বেড়াতে সুন্দরবন এতে। সারা দেশের সাথে সুন্দরবনে ও ভীড় জমাচ্ছেন পর্যটকরা। প্রতি বছরের ন্যায় এবার সুন্দরবন ভ্রমনে পর্যটকদের উৎসাহ যথেষ্ট বেশি বলে দাবি করছেন সুন্দরবনের ট্যুর অপারেটাররা। অন্যান্য বছরের তুলনায় এবার সুন্দরবনের এবার পর্যটকদের ভিড় বাড়ছে বলে দাবী তাদের। তাছাড়াও বিগত কয়েক বছর আগে করোনা মহামারীর কারণে ভ্রমণ পিপাসু মানুষজন বাড়ি থেকে বাইরে বের হতে পারেনি। সেই কারণে শীত পড়তেই ভীড় বাড়ছে সুন্দরবনেতে। আর সেই হাল্কা শীতের আমেজ গায়ে মেখেই সুন্দরী সুন্দরবন কে উপভোগ করতে বেড়িয়ে পড়েছেন ভ্রমণ পিপাসু পর্যটক । ইতিমধ্যেই বহু পর্যটক ভীড় জমিয়েছেন। বাঘ,হরিণ, কুমির, পাশাপাশি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে দর্শন করতে প্রতি শনি, রবি ও ছুটির দিনগুলিতে পর্যটকদের ঢল নামছে সুন্দরবনে। আর সেই কারনেই বর্তমানে চরম ব্যস্ততা সুন্দরবনের ট্যুর অপারেটারদের মধ্যে। তাঁদের দাবি অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি পরিমাণে পর্যটক সুন্দরবনে বেড়াতে এসেছেন ইতিমধ্যেই। এবার অন্যান্য বছরে থেকে সুন্দরবন ভ্রমণে রাজ্য তথা দেশীয় পর্যটকদের সাথে সাথে বহু বিদেশী পর্যটকরা ও প্রতিবছর ভিড় জমান বিশ্বের বদ্বীপ সুন্দরবনে। সুন্দরবনের ঝড়খালি, সজনেখালি, বুড়ির ডাবরি, দোবাঁকি,কলস দ্বীপ, কুলতলির কৈখালী, রায়দিঘি, কলস ক্যাম্প,বনি ক্যাম্প, ভগবানপুর, সহ বহু দর্শনীয় স্থানে ভ্রমনের পাশাপাশি ম্যানগ্রোভ অরণ্য, নদী, খাঁড়ি ও সুন্দরবনের মানুষের জীবনযাত্রা। এ বিষয়ে সুন্দরবনের অন্যতম এক ট্যুর অপারেটর এম হোসাইন আহমেদ গাজী বলেন, “ প্রতিবছরই সুন্দরবনে বহু দেশ বিদেশের পর্যটক বেড়াতে আসেন। তবে এ বছর অনেক আগে থেকেই সুন্দরবনে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। সেই কারনে পর্যটকদের মধ্যে অনেক উৎসাহ বেড়েছে বিশ্বের বদ্বীপ সুন্দরবন ভ্রমনের জন্য”।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct