সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ , বীরভূম, আপনজন: বীরভূমের হাসান বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা চিকিৎসক ডক্টর অশোক চট্টোপাধ্যায়ের নিজস্ব আশা নার্সিংহোমে ভুল চিকিৎসায় এক রোগীনীর মৃত্যু হয়েছে বলে মৃতার পরিবারের অভিযোগ। মৃতার পরিচয়ে জানা যায় যে তিনি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী তথা সাহাপুর পঞ্চায়েতের তৃনমূলের টিকিটে নির্বাচিত সদস্যা সুজাতা মুখোপাধ্যায়। মদ্যপ এবং ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে তারাপীঠ মন্দিরের সেবাইতরা বুধবার ওই চিকিৎকের শাস্তি দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ মদ্যপ অবস্থায় এবং ভুল অপারেশন করার ফলেই সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে।
অপরদিকে মৃতার পরিবারের অভিযোগ তথা ভুল চিকিৎসার কথা অস্বীকার করে ডক্টর অশোক চ্যাটার্জী বলেন যা কিছু হয়েছে তা অভিযোগকারীদের চোখের সামনেই হয়েছে। সুতরাং ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এ কথা সম্পূর্ণ মিথ্যা।
রোগিনী আনওয়ান্টেড প্রেগনেন্সি এসেছিল খুবই অল্পদিনের। রোগিনীকে সম্ভবত ইনকমপ্লিট অ্যাবরসন কিট খাওয়ানো হয়েছিল। ওরা ওয়াশ করার জন্যই এখানে এসেছিল। এরপর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর রোগীর বমি শুরু হয় এবং হার্ট অ্যাটাক হয়। পরপর কয়েকবার হার্ট অ্যাটাক করার ফলে মৃত্যু হয় ওই রোগীর।
চিকিৎসক ডক্টর অশোক চ্যাটার্জী দাবি করেন তিনি ও তার পুরো টিম ঐ রোগীকে বাঁচানোর সর্বোচ্চভাবে চেষ্টা করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct